• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৩০ ফুট উপর বসে আছে পাগল, নামাতে আসলো পাগলি


নারায়ণগঞ্জ প্রতিনিধি এপ্রিল ২১, ২০১৮, ০৫:১৮ পিএম
১৩০ ফুট উপর বসে আছে পাগল, নামাতে আসলো পাগলি

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে হাইভোল্টেজ বৈদ্যুতিক টাওয়ারে আবারো শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ১৩০ ফুট উঁচু টাওয়ারে উঠে এবার ৭ ঘণ্টা বসে ছিল মানসিক ভারসাম্যহীন জাকির। ঘটনাটি সোনারগাঁও উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকার। ১ লাখ ৩২ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের টাওয়ার চূড়ায় শুক্রবার (২০ এপ্রিল) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বসে থাকে সে। ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে স্থানীয় লোকজন প্রাণান্তকর চেষ্টায় ব্যর্থ হয়ে ওই ব্যক্তির নারী সহযোগীকে এনে মাইকিং করিয়েও কাজ হয়নি। পরে সন্ধ্যায় বিদ্যুতের সরবরাহ বন্ধ করে ফায়ার সার্ভিসের লোকজন উপরে ওঠার সময় নিজেই নেমে আসে জাকির।

জানা গেছে, বেলা ১১টার দিকে লোকজনের চোখের আড়ালে বাসস্ট্যান্ড এলাকায় জামিল খান কমপ্লেক্সের সামনের ১৩০ ফুট উঁচু টাওয়ারে উঠতে থাকে জাকির। পরে সে এর চূড়ায় উঠে বসে থাকে। দুপুর ১২টায় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তারা হ্যান্ড মাইকের মাধ্যমে টাওয়ার থেকে নেমে আসার আহ্বান জানালেও সে নামেনি। বিভিন্ন ধরনের প্রলোভন দেখালেও কর্ণপাত করেনি। পরে তাকে নামাতে তাসলিমা নামের এক পাগলিনীকে ডেকে আনা হয়। তাসলিমাও হ্যান্ড মাইকে জাকিরকে নামার জন্য একাধিকবার অনুরোধ করে। কিন্তু কারো কথাতেই সাড়া দেয়নি সে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, অবশেষে সন্ধ্যা ৬টায় আমাদের লোকজন উপরে ওঠার সময় জাকির নিচে নেমে আসতে থাকে। নামার পর সে চলে যায়।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডিপিডিসি) হরিপুর জোনের নির্বাহী প্রকৌশলী মো. ফাহিম জানান, এই টাওয়ার দিয়ে ১ লাখ ৩২ হাজার ক্ষমতাসম্পন্ন ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন করা হয়।

এর আগে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের শিমরাইল বাসস্ট্যান্ড এলাকায় ২ লাখ ৩০ হাজার (২৩০ কেভি) ভোল্টের সঞ্চালন লাইনের ১৩৩ ফুট উঁচু টাওয়ারে পারুল আক্তার (২২) নামে মানসিক ভারসাম্যহীন নারী উঠে পড়েছিল। ফায়ার সার্ভিসের ডেমরা ও সদর দফতরের দুটি ইউনিটের ১০ কর্মী সোয়া ২ ঘণ্টা চেষ্টায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে টার্ন টেবল লেডার (টিটিএল) দিয়ে তাকে অচেতন অবস্থায় নামিয়ে আনতে সক্ষম হয়।

এ ছাড়া ২০১০ সালের ৬ এপ্রিল আয়েশা আক্তার তমা নামে এক তরুণী সিদ্ধিরগঞ্জের কদমতলী নাভানা ভূইয়া এলাকার আরেকটি সঞ্চালন লাইনের ১২০ ফুট উঁচু টাওয়ারে উঠে আলোড়ন সৃষ্টি করেছিল। তাকেও ফায়ার সার্ভিসের কর্মীরা টিটিএল দিয়ে ছয় ঘণ্টা পর নামিয়ে আনতে সক্ষম হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!