• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০১৭, ১১:১৫ এএম
১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস

ঢাকা: আজ ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ চলাচলের প্রতীক ‘সাদা ছড়ি নিরাপত্তা দিবস’ পালিত হতে যাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতই বাংলাদেশেও এ দিবসটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয়। 

 ১৯৬৪ সালে থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন সংস্থা এবং সংগঠনগুলো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালন করে থাকে। সে বছরই যুক্তরাষ্ট্রে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই দিবসটি পালন শুরু হয়।

লায়নস ইন্টারন্যাশনালের হিসাবমতে, বিশ্বে ২৮ কোটি ৫০ লাখ মানুষ পুরোপুরি ও আংশিকভাবে চোখে দেখে না। এসব দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ চলাচলের জন্য হাতে সাদাছড়ি ব্যবহার করে থাকে, যাতে যারা চোখে দেখে তারা যাতে তাদের চলাচলে সহযোগিতা করে। নিরাপদে সড়কে ও অন্যান্য স্থানে চলাচলের সুযোগ করে দেয়ার প্রতীক হিসেবে সাদাছড়ির ব্যবহার হয়ে থাকে। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!