• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৬ কোটি টাকার স্বর্ণের বার আটক


চুয়াডাঙ্গা প্রতিনিধি এপ্রিল ২৫, ২০১৮, ০৬:৩৯ পিএম
১৬ কোটি টাকার স্বর্ণের বার আটক

চুয়াডাঙ্গা: দর্শনা নাস্তিপুর সীমান্তে ৩২০ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি-৬ এর সদস্যরা। এ সময় ৩ জন পাচারকারী পালিয়ে গেছে। বুধবার (২৫ এপ্রিল)  দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব স্বর্ণের বার আটক করা হয়। যার ওজন প্রায় ৩৭ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পরিচালক লে ক ইমাম হাসান জানান, দুপুরে বিপুল পরিমাণ স্বর্ণসহ একদল পাচারকারী ভারতের বিজয়পুর থেকে নাস্তিপুর সীমান্তের বিপরীতে মাথাভাঙ্গা নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা। এটা জেনেই বিজিবি’র টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারী অভিযান বুঝতে পেরে তাদের সঙ্গে থাকা ব্যাগ রেখে মাথাভাঙ্গা নদী সাঁতরে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা তাদের ফেলে যাওয়া ব্যাগ জব্দ করে এবং ব্যাগের ভেতরে থাকা ৩২০টি স্বর্ণের বার উদ্ধার করে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!