• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল

১৭ স্কুলকে প্রশিক্ষণ দেবে বাফুফে


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০১৭, ০৯:২৮ পিএম
১৭ স্কুলকে প্রশিক্ষণ দেবে বাফুফে

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৮টি বিভাগীয় চ্যাম্পিয়ন দলের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে আগামী ১০-১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাফুফে ভবনে এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হবে। এরমধ্যে আটট বালক ও ৯টি বালিকা বিদ্যালয় রয়েছে।

বালক স্কুলগুলো হচ্ছে: টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব সোনাইছড়ি রমিজ পাড়া, টইটং, পেকুয়া, কক্সবাজার), আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বেলকুচি, সিরাজগঞ্জ), পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (চৌগাছা, যশোর), পাতলেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় (তেরখাদা, খুলনা), কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (জৈন্তাপুর, সিলেট), ২৯নং জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (টুঙ্গিপাড়া, গোপালগ), আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম), গাজীপুর অগ্রদূত সরকারি প্রাথমিক বিদ্যালয় (আমতলী, বরগুনা)।

বালিকা স্কুলগুলো হলো: বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (চারঘাট, রাজশাহী), দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় (শৈলকুপা, ঝিনাইদহ), সৈয়দ আরজুমন্দ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (সিলেট সদর, সিলেট), টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় (পাটগ্রাম, লালমনিরহাট), বাগুয়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় (ধনবাড়ী, টাঙ্গাইল), আলীমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (আলী মিয়া পাড়া, বাইশারী, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান), করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বান্দরবান পৌরসভা, বান্দরবান) তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বটিয়াঘাটা, খুলনা) এবং উত্তর পূর্ব ষট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় (মেহেন্দিগঞ্জ, বরিশাল)।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!