• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
রবি স্পিন হান্ট কর্মসূচি

১৮ খেলোয়াড়কে ইয়েস কার্ড প্রদান


খাগড়াছড়ি প্রতিনিধি ফেব্রুয়ারি ২০, ২০১৭, ০৯:৫৯ পিএম
১৮ খেলোয়াড়কে ইয়েস কার্ড প্রদান

খাগড়াছড়ি: ক্রিকেটের নতুন তারকা খুঁজে বের করতে খাগড়াছড়িতে রবি স্পিন হান্ট কর্মসূচি শেষ হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) জেলা ষ্টেডিয়ামে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে ১৮ জন খেলোয়াড়কে  ইয়েস  কার্ড দেয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের প্রধান কোচ নুরুল আবেদীন নোভেল, সহকারি কোচ মুজাহিদ বাবু খেলোয়াড়দের বাছাই করেন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আজহার হীরা, অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা, সদস্য বোরিমিত্র চাকমা, রবি’র এরিয়া ম্যানেজার  মাইনুল ইসলাম, পরিবেশক মিজানুর রহমানসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রেজিষ্ট্রেশন করা অর্ধশতাধিক খেলোয়াড় থেকে যাচাই বাছাই করে দিন শেষে চুড়ান্তভাবে নির্বাচিত করে ১৮ জনকে ইয়েস কার্ড দেয়া হয়।

বাছাই করা খেলোয়ারদের বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হবে। পরে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সেরা স্পিনারকে খুঁজে নেয়া হবে।

বেসরকারি মোবাইল কোম্পানী রবির সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৬৪ জেলা থেকে বরি খোঁজ দ্যা নাম্বার ১ স্পিনার এ প্রতিযোগিতার আয়োজন করে। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম  

Wordbridge School
Link copied!