• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৮ জনকে নিয়োগ দিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড


চাকরির খবর ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০১৭, ০৬:১৭ পিএম
১৮ জনকে নিয়োগ দিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

ঢাকা: ‘উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)’ পদে ১৮ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এপদে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটাধারীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। মাধ্যমিক বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যেকোনো একটিতে প্রথম বিভাগ বা জিপিএ ৩.০০ থাকতে হবে। কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।

আগামী ১৬ মার্চ-২০১৭ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি পাওয়া যাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (www.bpdb.gov.bd)। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়ও ফরম পাওয়া যাবে।

আবেদনপত্রের সঙ্গে ‘উপপরিচালক (হিসাব), কোয়াক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা’র অনুকূলে ৫০০ টাকার ক্রসড পোস্টাল অর্ডারসহ বিজ্ঞাপনে উল্লেখিত অন্যান্য কাগজ সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা ‘পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াপদা ভবন (পঞ্চম তলা), মতিঝিল বা/এ, ঢাকা-১০০০’।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!