• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৯ জেলায় ঘরবাড়ি উঁচু করা হবে: ত্রাণমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০১৭, ০৫:৫১ পিএম
১৯ জেলায় ঘরবাড়ি উঁচু করা হবে: ত্রাণমন্ত্রী

ঢাকা: বন্যাপ্রবণ ১৯জেলায় ৬০ হাজার ঘরবাড়ি উঁচু করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম।

শুক্রবার (১০ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে 'জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৭' উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মায়া এ কথা জানান।

মন্ত্রী বলেন, 'যেসব দুস্থ ও অসহায় পরিবারে কর্মক্ষম ব্যক্তি নেই অথবা পরিবার প্রধান প্রতিবন্ধী বা মহিলা এবং যাদের ঘরবাড়ি উঁচু করার সামর্থ্য নেই প্রাথমিকভাবে তাদের ঘরবাড়ি উঁচু করে দেয়া হবে।'

এ বছরে দিবসটির প্রতিপাদ্য 'দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন'। এ প্রতিপাদ্যকে সামনে রেখে যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীকে সারাক্ষণ প্রস্তুত থাকার জন্যও মন্ত্রী আহ্বান জানান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!