• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২ কোটিতে মাশরাফিদের আনন্দ দ্বিগুন


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০১৭, ০১:১৪ পিএম
২ কোটিতে মাশরাফিদের আনন্দ দ্বিগুন

ঢাকা: বিপিএল হয়েছে মোটে পাঁচবার। এর মধ্যে চারবারই শিরোপা উঠল মাশরাফি বিন মুর্তজার হাতে। প্রথম দুবার ঢাকার হয়ে শিরোপা জিতেছেন।

তৃতীয়বার শিরোপা জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। মাঝে চতুর্থ আসরে শিরোপা চলে গিয়েছিল সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটসের ঘরে। ২০১৭ সালে সেটি আবার চলে এল মাশরাফির হাতে। এবার তিনি নতুন করে চ্যাম্পিয়ন বানালেন সর্বউত্তরের দল রংপুর রাইডার্সকে।

মঙ্গলবার ট্রফি জয়ের পর থেকে বাঁধভাঙা উদযাপন করছে মাশরাফির দল। করারই কথা, টুর্নামেন্টের মাঝ পথে যে রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয়। সত্যি অসাধারণ পারফরম্যান্স! মাশরাফিদের অনন্য এই অর্জনের সঙ্গে যোগ হয়েছে দুই কোটি টাকার প্রাইজমানি। শিরোপা জয়ী দল এই প্রাইজমানি পাচ্ছে বিসিবির কাছ থেকে।

ফ্রাঞ্চাইজি লিগ মানেই তো টাকা আর টাকা। গেইল-ম্যাককালাম-মালিঙ্গাদের নিয়ে দল গড়তে নিশ্চয় মোটা অঙ্ক ঢালতে হয়েছে মালিকপক্ষকে। চ্যাম্পিয়ন হয়ে রংপুর সেই টাকা তুলতে পেরেছে কি না বলা মুশকিল! তবে চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়নই! এখানে যে টাকা গৌণ!

 সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!