• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
বন্যার অবনতি

২০ আগস্টের স্থানীয় নির্বাচন স্থগিত


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৬, ২০১৭, ০৭:৩৮ পিএম
২০ আগস্টের স্থানীয় নির্বাচন স্থগিত

ঢাকা: দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে স্থানীয় সরকারের ১৬টি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ অগাস্ট(রোববার) জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের এসব নির্বাচন হওয়ার কথা ছিল।

বুধবার(১৬ আগস্ট) এমন সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, ‘দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যা চলছে। এ অবস্থায় ২০ অগাস্টের এসব নির্বাচন স্থগিত করা হয়েছে।’

পরবর্তীতে সুবিধাজন সময়ে ভোটের তারিখ দেয়া হবে বলে জানান তিনি। নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব মো. নুরুজ্জামান তালুকদার জানান, চট্টগ্রাম জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন, চারটি ইউপি’র সাধারণ নির্বাচন, সাতটি ইউপি’র উপ নির্বাচন, একটি ইউপি’র চেয়ারম্যান পদে পুনঃনির্বাচন ও জেলা পরিষদের তিনটি ওয়ার্ডের সাধারণ নির্বাচন হওয়ার সময় নির্ধারিত ছিল ২০ অগাস্ট।

সারাদেশে ২০টি জেলার ৩৩ লাখ মানুষ এখন বন্যাদুর্গত। উত্তরাঞ্চলের সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলোই ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হয়।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!