• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২০ জুনের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দাবি


নিজস্ব প্রতিবেদক জুন ৯, ২০১৬, ০৩:০৭ পিএম
২০ জুনের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দাবি

২০ জুনের আগেই শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সমানে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, প্রতি ঈদে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও বোনাসের জন্য ভোগান্তিতে পড়তে হয়। ঈদের ২-৩ দিন আগে বকেয়া বেতন, বোনাস এবং ছুটি পেলেও বাড়ি যাওয়ার ক্ষেত্রে লাখ লাখ শ্রমিক দুর্ভোগের মধ্যে পড়েন।

বক্তারা বলেন, ঈদ কোনো আকস্মিক ঘটনা নয়। তাই বেতন এবং বোনাস দেয়ার প্রস্তুতি আগে থেকেই নেয়া সম্ভব। সমাবেশ থেকে শ্রমিক-কর্মচারীদের আগামী ২০ জুনের মধ্যেই বকেয়া বেতন ও বোনাস দেয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

স্কপ নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নূরুল ইসলাম আকন্দ, প্রকাশ দত্ত, আবদুল ওয়াহেদ, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুল করিম, নাইমুল আহসান জুয়েল।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!