• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০ হাজার জাল টাকাসহ এক নারী আটক


রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি সেপ্টেম্বর ১৯, ২০১৮, ০৭:২২ পিএম
২০ হাজার জাল টাকাসহ এক নারী আটক

ছবি: সোনালীনিউজ

ঝালকাঠি : জেলার রাজাপুরে এক হাজার টাকার ২০টি জাল নোটসহ মোসা. ছনিয়া আক্তার (৩০) নামের এক নারীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বাগড়ি বাজার ব্রিজ সংলগ্নে ইন্দ্রপাশা গ্রামের মো. ছগির হাওলাদারের বাড়ি থেকে তাকে করা হয়।

স্থানীয়রা জানায়, ছনিয়ার স্বামী মো. ছগির হাওলাদার এলাকায় একজন চিহ্নিত জাল টাকার ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ছগির জাল টাকার ব্যবসা চালিয়ে আসছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছগিরের বাড়ি থেকে এ হাজার টাকার মোট ২০টি নোটসহ ছগিরের স্ত্রী ছনিয়াকে আটক করে।

এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন এর কাছে জানতে চাইলে তিনি জানান, ছনিয়া ও তার স্বামী দীর্ঘদিন ধরে এ উপজেলায় জাল টাকার ব্যবসা চালিয়ে দেশ ও জাতির ক্ষতি সাধন করে আসছে। ছনিয়াকে আটক করা হয়েছে। তার স্বামী ছগিরকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!