• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২০০২ বিশ্বকাপে কেন এই ছাঁট দিয়েছিলেন রোনালদো?


ক্রীড়া ডেস্ক মার্চ ২২, ২০১৮, ০৬:২০ পিএম
২০০২ বিশ্বকাপে কেন এই ছাঁট দিয়েছিলেন রোনালদো?

ফাইল ছবি

ঢাকা: বিশ্বকাপে ফুটবলারদের বাহারিরকমের চুলে দেখা যায়। কারো লম্বা চুল তো কারো মাথা ন্যাড়া। আবার কারো মাথায় অর্ধেক চুলই নেই। এরকমই এক অদ্ভুত ছাঁট দিয়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো ২০০২ জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে। পুরো মাথায় চুল নেই, শুধু সামনে কিছু অংশে চুল। সে সময় রোনালদোর ছাঁট বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল।

সেবার ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন রোনালদো। ফাইনালে করেছিলেন ২ গোল। গোটা টুর্নামেন্টে রোনালদোর পা থেকে এসেছিল ৮ গোল। কিন্তু সব ছাপিয়ে রোনালদো চুল নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল বেশি। কিন্তু কেন অদ্ভুত চুলের ছাঁট দিয়েছিলেন তিনি সেটি এতদিন পর এসে খোলাসা করলেন।

২০০২ বিশ্বকাপের আগে রোনালদো চোট পেয়েছিলেন। সে সময় তার এই চোট নিয়ে কথা হচ্ছিল বেশি। এখান থেকে সংবাদমাধ্যমের দৃষ্টি অন্যদিকে সরাতেই চুলের এই ছাঁট দিয়েছেন বলে মেলবোর্নে এক অনুষ্ঠানে জানিয়েছেন রোনালদো, ‘আমার পায়ে একটা চোট ছিল। সবাই সেটি নিয়েই কথা বলছিল। তখন আমি সিদ্ধান্ত নিলাম চুল কাটার, আর সামনে ওই অংশটুকু ফেলে রাখার। এরপর অনুশীলনে এলাম। সবাই আমাকে ওই ছাঁটে দেখল।’

তাতে রোনালদোর উপকারই হয়েছে, ‘সবাই তখন আমার চুল নিয়েই কথা বলা শুরু করল। চোটের কথা গেল ভুলে। আমিও তাতে অনুশীলনে আরও শান্ত, নির্ভার ও মনোযোগী হওয়ার সুযোগ পেলাম।’ যে ছাঁট দিয়েছিলেন সেটি ছিল বড়ই বিদঘুটে। তা রোনালদোর নিজের সেই ছাঁট কেমন লেগেছিল? তিনি বলেন,‌ ‘আমি মোটেও ওই চুল নিয়ে গর্বিত নই। কারণ, এটা অদ্ভুত একটা ছাঁট ছিল। কিন্তু তাতে মানুষের নজর তো অন্যদিকে সরানো গেছে।’

সামনেই বিশ্বকাপ। এবারের ফেবারিট কারা? রোনালদো বলেন,‌ ‘বেশ কয়েকটা দল আছে, যারা ফাইনাল বা এর কাছাকাছি যাবে। জার্মানি, স্পেন, ফ্রান্স...। দেখা যাক কী হয়। আশা করি, ব্রাজিল আবারও জিততে পারবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!