• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘২০১৮ হচ্ছে খালেদা জিয়ার বছর’


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০১৮, ১০:৪০ পিএম
‘২০১৮ হচ্ছে খালেদা জিয়ার বছর’

ফাইল ফটো

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২০১৮ হচ্ছে খালেদা জিয়ার বছর, বিএনপির বছর। ২০১৮ সাল হচ্ছে জনগণের বছর, গণতন্ত্রের বছর।’

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন তিনি।

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি। এ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় গণতন্ত্র হত্যার প্রতিবাদে আইনজীবীরা কালো পতাকা প্রদর্শন করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করতে সবাইকে গ্রামে-গঞ্জে’ ছড়িয়ে পড়তে হবে। এখন থেকে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। মানুষকে জাগিয়ে তুলতে হবে, তাদের মধ্যে গণজাগরণ সৃষ্টি করতে হবে। তাদের সঙ্গে নিয়ে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

তিনি বলেন, ‘৫ জানুয়ারি’ একটি কলঙ্কিত দিন বটেই। আমরা দুঃখ লাগে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের জন্য কলঙ্কিত একটি দিন।

বিএনপি মহাসচিব বলেন, ৫ জানুয়ারিতে আমাদের সমাবেশ করার অনুমতি পুলিশ দেয়নি। আমরা পার্টি অফিসের সামনে অনুমতি চেয়েছিলাম...অথচ আজকে আমি যখন এই অনুষ্ঠানে আসছিলাম, তখন দেখলাম যে বনানী রোড, গুলশান রোড পুরো ব্লকড। তারা ট্রাক দিয়ে, বাস দিয়ে লোক নিয়ে আসছে—সেটা জায়েজ।’

তিনি আরো বলেন, ‘আজকে দেশের কোথাও শান্তি নেই। আমাদের মতো রাজনীতিবিদদের কথা না হয়, বাদই দিলাম। কিন্তু দেশের সাধারণ মানুষজনের অবস্থা কেমন? একটা ফ্যাসিস্ট সোসাইটিতে ভীতি, ত্রাস গোটা সমাজকে এমন করে গিলে ফেলে যে সেখানে কেউ কথা বলতে সাহস পায় না। এটাকে সিকিউরিটি স্টেট বলা হয়।’

দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের নামে ৭৮ হাজার মামলা হয়েছে, ৭ লাখ ৩৮ জন আসামি হয়েছে। আমাদের নেতাকর্মীরা নিহত হয়েছে। ৭৪৪ জনের মতো গুম হয়েছে। বিরোধী আইনজীবীদের এমন কেউ নেই যে তার বিরুদ্ধে মামলা নেই।’

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, জমির উদ্দীন সরকার, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!