• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা ১ এপ্রিল


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০১৮, ০৬:২২ পিএম
২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা ১ এপ্রিল

ঢাকা: আগামী ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট তৈরির কাজ শুরু করেছে অর্থমন্ত্রণালয়। অতীতের ধারাবাহিকতায় এবারও বাজেট উপস্থাপনের আগে স্টেক হোল্ডারদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগামী ১ এপ্রিল থেকে ২০১৮-১৯ অর্থবছরের প্রথম আলোচনা শুরু হবে বলে বৃহস্পতিবার (২৯ মার্চ) এনবিআর সূত্র নিশ্চিত করেছে।

এনবিআরের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই প্রাক-বাজেট আলোচনা শুরু হবে। এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

১ এপ্রিল শুরু হতে যাওয়া প্রাক-বাজেট আলোচনা চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। পর্যায়ক্রমে বিভিন্ন খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা করবে এনবিআর।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!