• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘২০২৪ সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ’


সোনালীনিউজ ডেস্ক ডিসেম্বর ১৭, ২০১৬, ০৩:৩৮ পিএম
‘২০২৪ সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ’

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড জানিয়েছে, ২০২৪ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নত দেশের তালিকায় যুক্ত হবে বাংলাদেশ।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে আঙ্কাটাডের একটি প্রতিবেদনে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মানিত ফেলো ড. দেবপ্রিয়, নির্বাহী পরিচলক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।

প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসলেও ২০২৭ সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশ হিসেবে যেসব সুবিধা পেত তার সব সুবিধাই পাবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!