• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২১ মন্ডপে দুর্গোৎসব, চারদিকে উৎসবের আমেজ


ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ১৫, ২০১৮, ০৮:১৭ পিএম
২১ মন্ডপে দুর্গোৎসব, চারদিকে উৎসবের আমেজ

ছবি: সোনালীনিউজ

ঝালকাঠি : রাজাপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব শুরু হলো। এ বছর উপজেলার ৫ ইউনিয়নে মোট ২১টি পূজা মন্ডপে এখন শারদীয় দুর্গোৎসবের আমেজ বইছে।

উপজেলায় সবচেয়ে বড় বাজেটের পুজার আয়োজন করেছে কেন্দ্রীয় হরিসভা মন্দির কর্তৃপক্ষ। এ মন্ডপে প্রতিমা তৈরি করেছেন ফরিদপুরের প্রতিমা শিল্পী সমীর চন্দ্র পাল।

তিনি বলেন, এ বছর মোট ১০টি পূজা মন্ডপে প্রতিমা তৈরি করেছি। এর মধ্যে রাজাপুরের হরিসভা মন্দিরের প্রতিমা তৈরি ছিল অধিক ব্যয়বহুল। অর্থের পাশাপাশি প্রতিমা তৈরির জন্যে স্থানীয়দের প্রশংসা পেয়েছি।

উপজেলা সদরের তিনটি মন্দিরে পূজার দায়িত্বে থাকা পুরোহিত শৈলেন্দ্র নারায়ন চক্রবর্তী বলেন, এ বছর দেবীর আগমন ঘটবে ঘোড়ায় চড়ে এবং বিদায় নেবে দোলায় চেপে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার বলেন, পূজার সব আয়োজন শেষ হয়েছে। পূজা নির্বিঘ্নে উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দেয়া হয়েছে। এ ছাড়া ভক্তদের নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল থাকবে।

রাজাপুর থানার ওসি মো. শামসুল আরেফিন বলেন, উপজেলার ২১টি পূজা মন্ডপে ইতিমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে গেছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত আমরা প্রতিটি মন্ডপের নিরাপত্তায় সর্বশক্তি নিয়োগ করবো।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!