• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২২-০ গোলের অস্বাভাবিক জয় এভারটনের


ক্রীড়া ডেস্ক জুলাই ১৬, ২০১৮, ০২:৫৩ পিএম
২২-০ গোলের অস্বাভাবিক জয় এভারটনের

ঢাকা : প্রাক মৌসুম প্রীতি ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব এটিভি ইর্ডনিংয়ের বিপক্ষে নতুন কোচ মার্কো সিলভার অধীনে ২২-০ গোলের অস্বাভাবিক এক জয় তুলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন। ম্যাচে চারজন খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন।

গত প্রিমিয়ার লিগের মৌসুমে টফিসরা মাত্র ১৬টি অ্যাওয়ে গোল করতে পেরেছিলেন। কিন্তু অস্ট্রিয়ার মাটিতে একটি ম্যাচেই তারা এই সংখ্যাকে ছাড়িয়ে গেছে। কেভিয়ান মিরালাস সর্বোচ্চ ৫ গোল করেছেন। যার সবগুলোই ছিল বিরতির পরে।

১০-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এভারটন। তুরস্কের ফরোয়ার্ড সেঙ্ক টোসান করেছেন ৪ গোল। ওমার নিয়াসেও হ্যাট্রিকসহ করেছেন চার গোল।

এছাড়া আডেমোলা লুকম্যান হ্যাটিট্রক করেছেন। বাকি গোলগুলো এসেছে ডিফেন্ডার মাইকেল কেন, লেইটন বেইনেস, নিকোলাস ও ম্যাসন গোলগেটের কাছ থেকে।

চলতি মৌসুমে শুরুতে ৪১ বছর বয়সী সিলভা ওয়াটফোর্ড থেকে এভারটনে যোগ দিয়েছেন।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!