• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি


কুমিল্লা প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৭:৫২ পিএম
২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

কুমিল্লা: আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা করার জন্য জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানানো হবে।’

তিনি বলেন, ‘জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রগুলোকেও এ বিষয়ে আহ্বান জানানো হবে। এব্যাপারে সব ধরনের প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

দলীয় নেতাদের সতর্ক করে দিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, জনগণের অগ্রহণযোগ্য কাউকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হবে না।

সমাবেশে সভাপতিত্ত্ব করেন, চান্দিনা উপজেলার আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আইয়ুব আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জনিয়ার এমএ সবুর, চান্দিনা সংসদ সদস্য মো. আলী আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আওয়াল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেনসহ অন্যান্যরা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!