• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

২৫০ টাকায় গরুর মাংস খাওয়ানোর প্রতিশ্রুতি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৮, ২০১৭, ০৮:২৭ পিএম
২৫০ টাকায় গরুর মাংস খাওয়ানোর প্রতিশ্রুতি

ঢাকা: বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেছেন, গাবতলীর গরুর হাটে খাজনা নামমাত্র ১০০ টাকা নির্ধারণ করা হলে আমরা মাংস ব্যবসায়ীরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, সর্বোচ্চ ২৫০ টাকা কেজিতে সারা বছর গরুর মাংস খাওয়াব। 

শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় মাংস ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘গরুর হাটে পশুপ্রতি খাজনা নামমাত্র ১০০ টাকা নির্ধারণ করুন। পাঁচ-ছয় হাজার টাকা খাজনা দিয়ে গরু কিনে এনে পশুপালনে উন্নয়ন সম্ভব না, অবাস্তব।’

রবিউল আলম বলেন, ‘হাটের ইজারাদাররা শর্ত মানে না। গরুর হাটের ইজারাদাররা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। হাটে নৈরাজ্য সৃষ্টি করে। কিন্তু এসব বিষয়ে পশুর হাটে র‌্যাব ও পুলিশের ক্যাম্পে গিয়ে অভিযোগ করলেও কোনো সুরাহা পাওয়া যায় না। কারণ ইজারাদার ইজারার শর্ত বাস্তবায়ন করছে কিনা তা দেখার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়নি। আমাদের দাবি, র‌্যাব-পুলিশকে এ ক্ষমতা দেওয়া হোক।’

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!