• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৯ মার্চ জনসভার ডাক বিএনপির


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০১৮, ০২:৩২ পিএম
২৯ মার্চ জনসভার ডাক বিএনপির

ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি। সোমবার (১৯ মার্চ) দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

২৯ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও ৩১ মার্চ রাজশাহী ও ৭ এপ্রিল বরিশালে জনসভা করার ঘোষণা দেন বিএনপি নেতা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আশাবাদী সরকার আমাদের অনুমতি দেবে। সরকারের শুভবুদ্ধির উদয় হবে। রাজনৈতিক দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার কর্মসূচি পালনে সহায়তা করবে। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা থাকবে, কথা বলার অধিকার থাকবে।’

‘ওয়ার্কার্স পার্টি, চরমোনাই পীর, জাতীয় পার্টি সমাবেশের অনুমতি পায়। কিন্তু বিএনপিসহ বিরোধী দলগুলো জনসভা করতে চাইলে নিরাপত্তার অজুহাতে অনুমতি দেওয়া হয় না। আগে পুলিশের অনুমতির দরকার পড়ত না। আবেদন করলেই চলত। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এটি নিয়ম করে তুলেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা সমাবেশের অনুমতির জন্য দরকারি কাগজপত্র পাঠিয়েছি। আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে তারা আমাদের অনুমতি দেবে।’

এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার (২০ মার্চ) সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়া ঢাকা মহানগরের থানায় থানায় এ কর্মসূচি পালন করা হবে বলেও জানান বিএনপির মহাসচিব।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!