• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩ লাখ ২৮ হাজার ৩১১টি সরকারি পদ শূন্য


নিজস্ব প্রতিবেদক জুন ১৬, ২০১৬, ১১:৪১ এএম
৩ লাখ ২৮ হাজার ৩১১টি সরকারি পদ শূন্য

সর্বশেষ তথ্য অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং সরকারি দপ্তরসমূহে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) টেবিলে উত্থাপতি প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

জনপ্রশাসনমন্ত্রী জানান, ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং সরকারি দপ্তরসমূহে কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন। এদের মধ্যে নারী কর্মকর্তা ও কর্মচারী ৩ লাখ ৭৮ হাজার ৩৫৪ জন এবং পুরুষ কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১০ লাখ ৪ হাজার ৩৯ জন। এ ছাড়া বর্তমানে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৩১১টি।

সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের (পটুয়াখালী-৩) অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পদোন্নতি বিধিমালা, ২০০২ অনুসরণে সরকারের উপসচিব থেকে যুগ্মসচিব এবং তার ওপরের পদে কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়।

তিনি আরো জানান, উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২ সংশোধনের কার্যক্রম চলমান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!