• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩০ মার্চ থেকে স্কুল হ্যান্ডবল শুরু


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৯, ২০১৭, ০৬:৪৩ পিএম
৩০ মার্চ থেকে স্কুল হ্যান্ডবল শুরু

ঢাকা: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী বুধবার (৩০ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে ‘পোলার আইসক্রীম ২৪তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট’। এদিন দুপুর ১২টায় পল্টনস্থ শহীদ এম মুনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা মেট্রপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। বালিকা বিভাগের উদ্বোধনী খেলায় বি এ এফ শাহীন কলেজের মুখোমুখি হবে বিআইএসসি কলেজ।

এই টুর্নামেন্টে ঢাকা মহানগরীর মোট ৩১টি স্কুল অংশগ্রহণ করছে। এরমধ্যে বালক বিভাগে ১৮টি এবং বালিকা বিভাগে ১৩টি স্কুল রয়েছে। উভয় বিভাগে টুর্নামেন্টের মোট বাজেট ধরা হয়েছে দশ লাখ ত্রিশ হাজার টাকা। পুরো টাকাই প্রদান করছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ।

বুধবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পোলার আইসক্রীম-এর মার্কেটিং ম্যানেজার  আব্দুলল্লাহ আল মামুন, বালক বিভাগে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব, বালিকা বিভাগের চেয়ারম্যান হামিদা বেগম, বালক বিভাগে টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. সেলিম মিয়া বাবু ও বালিকা বিভাগের সম্পাদক পারভিন পুতুল এ সময় উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!