• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৩১ বছরের আক্ষেপ ঘোচাতে চান অ্যান্ডারসন


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১, ২০১৭, ০৪:২৮ পিএম
৩১ বছরের আক্ষেপ ঘোচাতে চান অ্যান্ডারসন

ঢাকা: দীর্ঘ ৩১ বছর ধরে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জিততে না পারার আক্ষেপ ঘোচাতে চান ইংল্যান্ডের সেরা পেস বোলারা জেমস অ্যান্ডারসন। আগামী ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই জিততে মরিয়া তিনি। অ্যান্ডারসন বলেন, ‘৩১ বছর হয়ে গেল ব্রিসবেনে আমরা জিততে পারিনি। তাই আসন্ন অ্যাশেজের প্রথম টেস্ট জয় করে ব্রিসবেনে দীর্ঘদিন জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চাই।’

ব্রিসবেনের ভেন্যুতে ইংল্যান্ডের রেকর্ড মোটেও ভালো নয়। এখন পর্যন্ত এই ভেন্যুতে ২০টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। জয় পেয়েছে মাত্র ৪টিতে। হেরেছে ১১টিতে, ড্র করেছে ৫টিতে। এখানে ইংল্যান্ডের সর্বশেষ জয় ১৯৮৬ সালের নভেম্বরে। ঐ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে জয় পেয়েছিলো ইংলিশরা। আজও ঐ জয় ব্রিসবেনের ভেন্যুতে ইংল্যান্ডের সর্বশেষ। এরপর সেখানে ৭টি টেস্ট খেলে কোন জয় তো পায়নি, উল্টো ৫টি ম্যাচ হেরেছে।

আসন্ন অ্যাশেজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ব্রিসবেনে। এ ম্যাচেই ৩১ বছর পর ব্রিসেবেনে জয়ের স্বাদ নিতে মরিয়া অ্যান্ডারসন স্কাই স্পোর্টসকে বলেন, ‘গত দু’বছরে উভয় দলেরই অনেক পরিবর্তন হয়েছে। আমি মনে করি, উভয় দলই নিজেদের সেরাটা দেখাতে শুরু করেছে কিন্তু তাদের অসঙ্গতি রয়েছে। তাই যেকেউ ভালো শুরু করতে পারে। গাব্বায় অস্ট্রেলিয়ার দূর্গ রয়েছে। ১৯৮৮ সাল থেকে তারা এখানে আমাদের কাছে হারেনি। তবে ড্র বা জয়, যাই হোক না কেন আমি মনে করি আসল হলো কিভাবে সিরিজ হবে সেটি গুরুত্বপূর্ণ। তারপরও আমাদের লক্ষ্য থাকবে দীর্ঘদিন পর ব্রিসবেনে জয়ের দেখা পাওয়া।’

২০১০-১১ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের পেছনে প্রধান ভূমিকা রেখেছিলেন অ্যান্ডারসন। ঐ সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। তাই ৩৫ বছর বয়সী অ্যান্ডারসন মনে করেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কন্ডিশন এবং পিচ একই হবে। তবে ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে জানান অ্যান্ডারসন, ‘ইংল্যান্ডে আমরা যা করি, এখানে বোলিং-এ সেগুলোই প্রয়োগ করবো। অনেক বেশি সুইং করাটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করা। সাধারণত পিচগুলো ইংল্যান্ডের মতই। তুমি কিছুটা বাউন্স এবং কিছুটা কম ঘাস আশা করবে কিন্তু সাধারনত খুব বেশি ভিন্ন নয়।’

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১২৯ টেস্টে ৫০৬ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। টেস্ট ফরম্যাটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। টেস্টে উইকেট শিকারীদের তালিকায় ষষ্ঠস্থানে রয়েছেন অ্যান্ডারসন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!