• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩৪তম বিসিএসএ উত্তীর্ণ ৫ প্রতিবন্ধীকে নিয়োগের নির্দেশ


আদালত প্রতিবেদক অক্টোবর ৩০, ২০১৭, ০২:২৪ পিএম
৩৪তম বিসিএসএ উত্তীর্ণ ৫ প্রতিবন্ধীকে নিয়োগের নির্দেশ

ঢাকা: ৩৪তম বিসিএসএ উত্তীর্ণ ৫ জন প্রতিবন্ধীকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনপ্রসাশনের এক আদেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ২০১৫ সালে মীর মোশারফ হোসেন, আবিদ হোসেন, জাহিদুল ইসলাম, বাবুল চন্দ্র দাশ ও এনায়েত কবির এ রটি করেন। এর মধ্যে তিনজন শারীরিক ও দুইজন দৃষ্টি প্রতিবন্ধী।

জনপ্রসাশনের আদেশ ছিল অন্যান্য কোটা যাদের জন্য প্রযোজ্য সেটি পূরণের পর যদি ফাঁকা থাকে তাহলে ১ জন প্রতিবন্ধীকে নিয়োগ দেয়া হবে। মন্ত্রণালয়ের এ আদেশকে বাতিল ঘোষণা করে গতকাল রোববার রায় দিয়েছেন হাইকোর্ট। জানান রিটকারী আইনজীবী শফিকুল

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!