• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৫ ফুট বালির গর্তে পড়ে শ্রমিকের মৃত্যু


বাগেরহাট প্রতিনিধি জুন ১৯, ২০১৭, ১১:৩৪ এএম
৩৫ ফুট বালির গর্তে পড়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাট: জেলার রামপালে বালু উত্তোলনের ৩৫ ফুট গর্তে পড়ে জাকির ঢালী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় সাত ঘন্টা চেষ্টার পর জাকির ঢালীকে মৃত অবস্থায় উদ্ধার করে।

রোববার বিকেলে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের তেলিখালি গ্রামের লিয়াকত আলীর মৎস্য ঘেরে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকির ঢালী রামপাল উপজেলার সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের শেখ আব্দুল আজিজ ঢালীর ছেলে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মাসুদুর রহমান সরদার বলেন, রোববার সকাল থেকে স্থানীয় তেলিখালি গ্রামের জনৈক লিয়াকত আলী তার মৎস্য ঘেরে ড্রেজার বসিয়ে বালু তুলছিলেন। বালু উত্তোলনের কারণে সেখানে অন্তত ৩০/৩৫ ফুট গভীরতার সৃষ্টি হয়। বিকেল সাড়ে তিনটার দিকে জাকির নামে এক শ্রমিক বালু উত্তোলনের ড্রেজারের পাশে পাইপের মূখ পরিস্কার করতে নেমে তলিয়ে যায়। ওইখানে থাকা অন্য শ্রমিকরা জাকিরকে দেখতে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের বাগেরহাটের দুটি এবং খুলনার একটি ইউনিট সেখানে পৌছে প্রায় সাত ঘন্টা চেষ্টা চালিয়ে বালু চাপা অবস্থায় জাকিরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, তার মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!