• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৪ ইউনিটের উৎপাদন বন্ধ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানুয়ারি ২৪, ২০১৭, ০৭:১৮ পিএম
৪ ইউনিটের উৎপাদন বন্ধ

আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্র

ব্রাহ্মণবাড়িয়া: যান্ত্রিক ক্রটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধায় হঠাৎ গ্যাসের চাপ কমে যাওয়ায় আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ৪টি ইউনিটে এ ঘটনাটি ঘটে। এতে করে জাতীয় গ্রীডে হ্রাস পেয়েছে প্রায় ৪শ ৮৯ মেগাওয়াট বিদ্যুৎ।

এসময় ব্রাহ্মণবাড়িয়াসহ এর পার্শবর্তী এলাকায় তাৎক্ষনিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বন্ধ ইউনিটগুলো হলো- ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিট, ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-২ ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট। বিদ্যুৎ কেন্দ্রের ৯টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেলেও বাকী ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী ইয়াকুব আলী জানান, বিকেল থেকে হঠাৎ গ্যাসের চাপ কমতে থাকে। এক পর্যায়ে চাপ বেশি কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিটে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। এক পর্যায়ে সন্ধায় ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

তবে ইউনিট গুলো বন্ধের পর থেকে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা ক্রটি নিরসন করে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিদ্যুৎ কেন্দ্রের অন্য ইউনিটগুলো স্বাভাবিক উৎপাদনে রয়েছে। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!