• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পেশ করছেন


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০১৭, ০২:১১ পিএম
৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পেশ করছেন

ঢাকা: ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : সময় এখন আমাদের’ স্লোগানে ২০১৭-১৮ অর্থবছরের জন্যে ৪ লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার (১ জুন) বেলা দেড়টায় জাতীয় সংসদে বাজেট উত্থাপন শুরু করেন তিনি।

২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৪ শতাংশ। অনুদানসহ রাজস্ব লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৭ হাজার ৯৯০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৮,১৯০ হাজার কোটি টাকা।

এনবিআর বহির্ভূত রাজস্ব লক্ষ্যমাত্রা ৩১,১৭৯ হাজার কোটি টাকা। মূল্যস্ফীতি ৫.৫ শতাংশ। আগামী ৩ বছর ভ্যাটের হার ১৫ শতাংশ থাকবে।

বিদ্যুৎ ও জ্বালানি কাতে বরাদ্দ ২১,১১৯ হাজার কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ৫০,০৯৯ কোটি টাকা। শিক্ষা খাতে বরাদ্দ ৬৫,৪৫০ হাজার কোটি টাকা। কৃষি খাতে বরাদ্দ ২৪,৪৩০ হাজার কোটি টাকা। স্বাস্থ্য খাতে বরাদ্দ ২০,৬৭৯ হাজার কোটি টাকা। জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ২২,৯৯১ হাজার কোটি টাকা। প্রতিরক্ষা খাতে বরাদ্দ ২৫,৭৭১ হাজার কোটি টাকা। স্থানীয় সরকার, পল্লি উন্নয়নে ২৭,৭০৮ হাজার কোটি টাকা।

এদিকে দাম বাড়বে প্রসাধনী, সব ধরনের মসলা, সোলার প্যানেল, তামাকজাত পণ্য, বৈদ্যুতিক বাল্ব,ফাস্টফুড, মেমোরি কার্ড, ফ্রি হুইলার যান, উড়োজাহাজ ভ্রমণের খরচ।

অন্যদিকে দাম কমবে এলপিজি গ্যাস সিলিন্ডার, বৈদ্যুতিক ট্রান্সফারমার, হাইব্রিড গাড়ি, সিলিকন, কম্পিউটার উৎপাদনের কাঁচামাল, দেশীয় ফ্রিজ ও এয়ার কন্ডিশনার।

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট চলতি অর্থবছরের মূল বাজেট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা থেকে ২৬ শতাংশ বেশি।

নতুন অর্থবছরের বাজেটের অর্থ সংগ্রহের মূল উৎস ধরা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রিত কর। এ খাত থেকে অর্থ আসবে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা, যা বাজেট আকারের ৬২ শতাংশ।বাকি অর্থ আসবে অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ, বৈদেশিক অনুদান, এনবিআর বহির্ভূত কর এবং কর ব্যতীত প্রাপ্তি থেকে।

এর মধ্যে অভ্যান্তরীণ ঋণের মাধ্যমে আসেবে ১৫ দশমিক ১ শতাংশ, বৈদেশিক ঋণ থেকে আসবে ১১ দশমিক ৬০ শতাংশ, বৈদেশিক অনুদান ১ দশমিক ৪০ শতাংশ, এনবিআর বহির্ভূত কর ২ দশমিক ১০ শতাংশ এবং কর ব্যতীত প্রাপ্তি ৭ দশমিক ৮০ শতাংশ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!