• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪৫ কোটি টাকা আত্মসাৎ : দুই ব্যবসায়ী গ্রেপ্তার


বিশেষ প্রতিনিধি জুলাই ২৬, ২০১৭, ০৫:২৮ পিএম
৪৫ কোটি টাকা আত্মসাৎ : দুই ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গুলশান শাখা থেকে জালিয়াতির মাধ্যমে নেওয়া ঋণের প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাতের করেন দুই ব্যবসায়ী। ভুয়া কাগজপত্র বানিয়ে এ টাকা আত্মসাৎ করেন ব্যবসায়ীরা।

বুধবার (২৬ জুলাই) রাজধানীর গুলশান ও সেগুনবাগিচা থেকে ঋণ জালিয়াতির অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে দুদক। দুদকের উপপরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে অভিযানটি চালানো হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গুলশান শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ হিসেবে প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাতের মামলায় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তারা হলেন, রতন ট্রেডার্সের মালিক আলী আকবর খান রতন ও জিও ট্রেডিং সার্ভে কর্পোরেশনের এমডি ইঞ্জিনিয়ার গোলাম কবীর। আসামিদেরকে রমনা মডেল থানায় রাখা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!