• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪৬ হাজার গ্রাম পুলিশ কেন চতুর্থ শ্রেণির কর্মচারী নয়


আদালত প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০১৭, ০৩:৪৭ পিএম
৪৬ হাজার গ্রাম পুলিশ কেন চতুর্থ শ্রেণির কর্মচারী নয়

ঢাকা: সারা বাংলাদেশের  প্রায় ৪৬ হাজার গ্রাম পুলিশকে কেন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীর সমান সুযোগ-সুবিধা দিতে কেন রাজস্ব খাতে নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৩ ডিসেম্বর) এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রাজবাড়ীর লাল মিয়াসহ ৫৫ জন দফাদার ও চৌকিদারের ২৭ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন।

শুনানি করে আজ হাইকোর্টে এ আদেশ দিলেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, অর্থ সচিব, জনপ্রসাশন সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ মোট ৩২ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। জানান রিটকারীদের আইনজীবী ব্যরিস্টার হুমায়ুন কবির পল্লব।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!