• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৪৭ বছরে বাজেটে বেড়েছে ৬০০ গুণ


বিশেষ প্রতিনিধি জুন ৭, ২০১৮, ০২:৩০ পিএম
৪৭ বছরে বাজেটে বেড়েছে ৬০০ গুণ

ঢাকা: ৪৭ বছরের ব্যবধানে প্রায় ছয়শ গুণ বড় হওয়া বাজেট নিয়ে আজ জাতীয় সংসদে দাঁড়াবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১৯৭২-৭৩ অর্থবছরে ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট দিয়েছিলেন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী প্রয়াতো তাজউদ্দীন আহমদ।

আর বর্তমান অর্থমন্ত্রী দেশের ৪৭তম যে বাজেট দিচ্ছেন, তার আকার প্রায় পৌনে ৫ লাখ কোটি টাকা।

১৯৭১ সালে দেশ স্বাধীনের পর অর্থনৈতিক কর্মকান্ডের পাশাপশি বেড়েছে বাজেটের আকার। রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগসহ নানা বাধা-বিপত্তির মধ্যেও পেছন ফিরে তাকাতে হয়নি। রাজস্ব আয় বাড়ার পাশাপাশি বেড়েছে অর্থনীতির গতি। প্রতিবছরই বাড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি।

স্বাধীনতার পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারে অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। প্রথম বাজেট ১৯৭২-৭৩ অর্থবছরে। আকার ছিল ৭৮৬ কোটি টাকা। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছিল ১৬৬ কোটি টাকা।

আর আগামী ২০১৮-১৯ অর্থবছরের সম্ভাব্য বাজেটের আকার ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা।

১৯৭২ থেকে ২০১৮ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী বাজেট পেশ করলেও কখনো প্রধানমন্ত্রী, উপদেষ্টা,সামরিক আইন প্রশাসক এমনকি রাষ্ট্রপতি নিজেও বাজেট ঘোষণা করেছেন। মোট বাজেট পেশকারীর সংখ্যা ১১ জন।

১৯৭৬-৭৭ অর্থবছরে সামরিক সরকার জিয়াউর রহমানের বাজেট ছিল ১৯৮৯ কোটি টাকা।

১৯৮২-৮৩ অর্থবছরের বাজেট প্রণয়ন করে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন সামরিক সরকার । অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত ১৯৮২-৮৩ ও ৮৩-৮৪ অর্থবছরে বাজেট পেশ করেন।

২০০১ সালের শেষদিকে ক্ষমতায় আসে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। তারা ঘোষণা করে ২০০২-০৩ অর্থবছরের বাজেট।

এরপর তত্ত্বাবধায়ক সরকারের ২ বছর বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে মহাজোট সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০০৯-১০ অর্থবছর থেকে টানা ১০টি বাজেট দিয়ে রেকর্ড গড়ছেন। সব মিলিয়ে তার বাজেট পেশের সংখ্যা দাড়াল ১২টিতে।


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!