• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪৮ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় বিশ্ববিদ্যালয়


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০১৬, ০৮:০৬ পিএম
৪৮ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় বিশ্ববিদ্যালয়

পরীক্ষার সময় কমানোর প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। ফেসবুক ইভেন্টের মাধ্যমে এই আল্টিমেটাম দেওয়া হয়। অনার্স, ডিগ্রি ও মাস্টার্সের পরীক্ষার সময় ৪ ঘণ্টার পরিবর্তে কমিয়ে ৩:৩০ মিনিট করা হয়েছে।

তাঁদের দাবি, ‘এখন যেহেতু ক্রেডিট চার-ই আছে সুতরাং প্রশ্নের প্যাটার্ন ও চেঞ্জ হবে না।’ ফেসবুকের মাধ্যমে এই দাবির পক্ষে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার শিক্ষার্থী একাত্মতা প্রকাশ করেছে।   

ইভেন্টে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অযোক্তিক সিদ্ধান্তের পরিবর্তন না করলে আগামী ৯ আগস্ট তারিখে সকল কলেজের ক্লাস বর্জন সহ স্ব স্ব কলেজে মানববন্ধন এর আহ্বান জানানো হয়েছে। প্রতিটি কলেজকে আমাদের এই নির্দেশ মানার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। মনে রাখবেন আজকের এই অযৌক্তিক সিদ্ধান্ত মেনে নিলে সামনে হয়তো আরো খারাপ কিছু অপেক্ষা করবে। আপুদের উদ্দেশে জানাচ্ছি আপানারাও আমাদের সাথে যুক্ত হোন।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৩তম একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!