• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫ শতাধিক পর্ন ওয়েবসাইট বন্ধ বিটিআরসির


 নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৮, ২০১৬, ০৭:৫৪ পিএম
৫ শতাধিক পর্ন ওয়েবসাইট বন্ধ বিটিআরসির

ঢাকা: পাঁচ শতাধিক পর্ন ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। সংস্থার সচিব সরওয়ার আলম বুধবার (২৮ ডিসেম্বর) সাংবাদিকদের জানান, সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনা পাঠানো হয়েছে।

এছাড়াও স্থানীয়ভাবে নিয়ন্ত্রিত সাইটগুলো আগে বন্ধ হবে বলেও জানা গেছে।

এসব পর্ন সাইট বন্ধে মুঠোফোন অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসটি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েসহ (আইআইজি) বন্ধের কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট সব পক্ষকে একটি তালিকা পাঠানো হয়েছে।

সরওয়ার আলম আরো  বলেন, সরকারের নির্দেশেই পর্ন সাইট বন্ধে এ উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ বিবেচনায় নিয়ে পর্নগ্রাফি সাইটগুলো বন্ধের ব্যাপারে দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পরিচালিত পর্ন সাইটগুলো বন্ধের উপায় খুঁজতে ইতোপূর্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গঠিত কারিগরি কমিটিকে নির্দেশনা দেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!