• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫ শ্রমিকের মৃত্যু: কোম্পানীগঞ্জ ইউএনও’কে বদলি


সিলেট প্রতিনিধি ফেব্রুয়ারি ১২, ২০১৭, ০৮:৩৮ পিএম
৫ শ্রমিকের মৃত্যু: কোম্পানীগঞ্জ ইউএনও’কে বদলি

সিলেট: জেলার কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলায় পাথর উত্তোলনকালে মাটি চাপায় ৫ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় গাফলতির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাছুম বিল্লাহকে বদলি করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, কোম্পানীগঞ্জের ইউএনওকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বদলি করা হয়েছে। তবে তার বদলে নতুন কে এখানে আসছেন তা এখনও জানা যায়নি।

এর আগে শনিবার (১১ ফেব্রুয়ারি) ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলমকে প্রত্যাহার করা হয়েছিল।

গত ২৩ জানুয়ারি শাহ আরপিন টিলায় পাথর উত্তোলনকালে মাটি চাপায় ৫ জন শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনায় ‍পৃথক দুটি তদন্ত কমিটির প্রতিবেদনে ইজারাদারসহ ৪৭ ভূমিখেকোকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া থানার ওসি এবং ইউএনওর গাফিলতির বিষয়টিও উল্লেখ করা হয়েছিল।

এছাড়া শনিবার (১১ ফেব্রুয়ারি) একই এলাকায় মাটি চাপায় আরও একজনের মৃত্যু হয়। এরপর প্রশাসনের টনক নড়ে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!