• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫০ ওভারের ম্যাচে আজমীরের ২২২!


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৭, ২০১৭, ০৫:৪৮ পিএম
৫০ ওভারের ম্যাচে আজমীরের ২২২!

ঢাকা: দেশের সব সংবাদমাধ্যম হায়দরাবাদে বাংলাদেশ-ভারত টেস্ট নিয়ে সংবাদ পরিবেশনে ব্যস্ত। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিবি) খবরও খুব একটা গুরুত্ব পাচ্ছে না। সেখানে প্রথম বিভাগ ক্রিকেট লিগের খবর কে রাখে? কিন্তু আজমীর আহমেদ নামের এক তরুণ বিকেএসপিতে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সব আলো নিজের করে নিলেন। ৫০ ওভারের ম্যাচে তার ব্যাট থেকে এসেছে অবিশ্বাস্য ২২২ রানের ইনিংস।

এরআগে প্রথম বিভাগ ক্রিকেটে কখনও ডাবল সেঞ্চুরির দেখা মেলেনি। এমনকি ৫০ ওভারের স্বীকৃত কোন টুর্নামেন্টেও কারও ডাবল সেঞ্চুরি নেই। ২২২ রান করতে আজমীরকে খেলতে হয়েছে ১৬৮ বল। ১৬টি বাউন্ডারির পাশাপাশি সমসংখ্যক ছক্কাও মেরেছেন।

আজমীরের দুর্দান্ত ব্যাটিংয়ে টস হেরে ব্যাট করতে নেমে উদয়াচলের বিপক্ষে অগ্রণী ব্যাংক ২ উইকেটে তুলেছে ৩৮৩ রান। এরমধ্যে আজমীরের একাই করেছেন ২২২। অগ্রণী ব্যাংকের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক মোহাম্মদ সেলিম। তিনি বলেন,‘ এই মৌসুমে আজমীর একেবারেই ভালো করতে পারছিল না। লিগের ১২ তম ম্যাচে এসে সে প্রথম ফিফটি পেল, ও যে এই ফিফটিকে ডাবল সেঞ্চুরিতে রুপান্তরিত করবে ভাবতে পারিনি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!