• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫০০ টাকা দিয়ে সদস্য পদ ধরে রাখলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০১৭, ০৩:৪৭ পিএম
৫০০ টাকা দিয়ে সদস্য পদ ধরে রাখলেন প্রধানমন্ত্রী

ঢাকা: নিজের সদস্য পদ নবায়ণ করার মধ্য দিয়ে সারাদেশে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। যেখানে মাত্র ২০ টাকা দিয়ে সদস্য পদ নবায়ন করা যায় সেখানে তিনি ৫০০ টাকা দিয়ে নিজের সদস্য পদ নবায়ন করেন।

আজ শনিবার (২০ মে) সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সদস্য পদ নবায়ন করেন প্রধানমন্ত্রী।

২০ টাকা দিয়েই আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন করা যাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন কথায় প্রধানমন্ত্রী বলেন, ২০ টাকা কেন, ১০০ টাকা দেব, ৫০০ টাকা দেব। বেশি দিলে তো আপত্তি নেই।

এসময় আরও প্রধানমন্ত্রী বলেন, দলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। তাই দ্রুত সদস্য সংগ্রহ অভিযান শুরু করুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে বর্ধিত সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ সদস্যরা, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্য, সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর ও উপ-দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এসময় দলের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম ভুইয়া ও ব্যারিস্টার ফারজানা বেগম।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!