• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫০০ পেরিয়ে গেল ভারত


ক্রীড়া ডেস্ক জুলাই ২৭, ২০১৭, ০১:৪৬ পিএম
৫০০ পেরিয়ে গেল ভারত

ঢাকা: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় ৭ উইকেটে ৫০৩রান তুলেছে ভারত। এদিন রান যোগ করার ফাঁকেই ৪ উইকেট হারায় ভারত৷ লঙ্কার এই প্রত্যাবর্তনে সবচেয়ে বড় ভুমিকা  রেখেছেন নুয়ান প্রদীপ৷ টেস্টে প্রথমবার পাঁচ উইকেট নিয়ে ভারতের মিডল অর্ডারে ধস নামান তিনি৷ মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় ক্রিজে রয়েছেন হার্দিক পাণ্ডে(৪) ও রবীন্দ্র জাদেজা(৮)৷

প্রথমদিন শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ৩৯৯৷ ক্রিজে ছিলেন চেতেশ্বর পূজারা(১৪৪) ও আজিঙ্কা রাহানে(৩৯)৷ দিনের প্রথম বলেই ৪০০ পেরিয়ে যায় টিম ইন্ডিয়া৷  রাহানে নিজের ফিফটি পূর্ণ করেন৷ দলের স্কোর যখন ৪২৩ আউট হন পূজারা৷ প্রদীপের বলে ডিকেওয়ালার হাত ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি৷ ১৩ বাউন্ডারির সাহায্যে ১৫৩ রান করেন তিনি।

পূজারা আউট হওয়ার পর ক্রিজে আসেন ৫০তম টেস্ট খেলতে নামা অশ্বিন৷ তার সঙ্গে রাহানের জুটি দানা বাঁধার আগেই রাহানেকে ক্রিজে ফেরান প্রদীপই৷ মুম্বাইকর ৫৭ রান করেন৷ এরপর ক্রিজে আসেন ঋদ্ধিমান সাহা৷ অশ্বিনের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৫৯ রান যোগ করেন তিনি৷ ১৬ রান করে হেরাথের বলে আউট হন সাহা৷ তিনি আউট হওয়ার পরই ড্রেসিংরুমে ফেরেন ডান হাতি স্পিনার৷ সাতটি বাউন্ডারির সাহায্যে ৪৭ করেন অশ্বিন।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!