• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬ ইঞ্চির এলিয়েনের ভ্রুণ!


বিচিত্র ডেস্ক মার্চ ২৩, ২০১৮, ০৫:৪৮ পিএম
৬ ইঞ্চির এলিয়েনের ভ্রুণ!

ঢাকা : মাত্র ছয় ইঞ্চি লম্বা মমিটি। মাথাটা দেখতে কোণাকৃতির। হাড়গুলো অপেক্ষাকৃত শক্ত। এতে অনেকেই মনে করেছিলেন, এটি কোনো এলিয়েনের মমি। তবে নতুন এক গবেষণায় মমিটির এলিয়েন না হওয়ার বেশ কয়েকটি কা

রণ দেখানো হয়েছে।  ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জনিয়েছে, মূলত বিতর্কটি শুরু হয় ২০০৩ সালে চিলির আটাকাম মরুভূমিতে ‘অ্যাতা’ নামের ক্ষুদ্র এক মমি আবিষ্কারের পর থেকে। স্প্যানিশ এক ব্যবসায়ী মমিটি ক্রয় করেন।

এরপর  ২০১২ সালে পরিচিত এক সাইন্টিস্ট বন্ধু স্টিভ গ্রিয়ারের কাছে মমিটি পাঠান তিনি। ডাক্তার স্টিভ এক্সরে মেশিনে মমির কঙ্কালটি পরীক্ষা করে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন।

পরীক্ষায় দেখা যায়, অ্যাতা কোনো এলিয়েন নয় বরং একটি মানব ভ্রূণ মাত্র। তবে অ্যাতার হাড়গুলো ছয় বছর বয়সী বাচ্চার মতো মজবুত। পরবর্তীতে এটির কিছু ডিএনএর নমুনা স্টিভ ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পাঠানো হয়।

এ বিষয়ে স্ট্যানফোর্ডের জেনেটিক বিশেষজ্ঞ গ্রে নোলান জানান, ‘এতে কোনো সন্দেহ নেই অ্যাতা একটি মানব ভ্রূণ। হয়তো ভূমিস্ট হওয়ার আগেই সে মারা যায়। আবার হতে পারে জন্মের পর অ্যাতা মারা গেছে।’

নোলান আরও বলেন, ‘অ্যাতা মারা যায় আনুমানিক ৪০ বছর আগে। হয়তো পরিবারের কেউ তাকে অতি যত্নের সঙ্গে কবর দিয়েছিলেন। তাই দীর্ঘ সময় পার হওয়ার পরও অ্যাতা অখ্যাত আছে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!