• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মে ১২, ২০১৭, ১০:৫৯ পিএম
৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবা উপজেলায় অবৈধভাবে আনা ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে র‌্যাব-১৪। শুক্রবার (১২ মে) বিকেলে উপজেলার গঙ্গানগর এলাকার দিলু মিয়ার বাড়ি থেকে ওই শাড়ি জব্দ করা হয়।

এসময় দিলু মিয়াসহ বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বেশ কিছু অসাধু ব্যবসায়ী ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি এনে গুদামজাত করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব কসবা গঙ্গানগর এলাকায় নজরদারি বৃদ্ধি করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দিলু মিয়ার বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

এসময় দিলু মিয়ার বাড়ির আঙ্গিনায় ও আশেপাশে তল্লাশি করে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৪৯১টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এদিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

তিনি আরো জানান, জব্দ মালামাল ও পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!