• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬৮ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল


মেহেরপুর প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০১৬, ০২:২৮ পিএম
৬৮ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মেহেরপুর জেলায় ৬৮ হাজার ৮৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শনিবার (১০ ডিসেম্বর) সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে জেলার ৪৯০টি কেন্দ্রে একযোগে ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালে জেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সিভিল সার্জন ডা. আব্দুল হালিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. অলোক কুমার দাস, শিশু বিশেষজ্ঞ ডা. ওবাইদুল ইসলাম পলাশ, ডা. মৃনাল কান্তি মন্ডল ও ই.পি.আই সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম প্রমুখ।

জেলার তিন উপজেলায় ৪৯০টি কেন্দ্রে ৬৮ হাজার ৮৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৪৪২ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৯ হাজার ৬৪৫ জন শিশুকে লাল রঙের এ ক্যাপসুল খাওয়াবে সিভিল সার্জন কর্তৃক নিয়োজিত এক হাজার ৪৭০ জন স্বেচ্ছাসেবক।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!