• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৬৮০ ইউপি নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন


নিজস্ব প্রতিবেদক মার্চ ২১, ২০১৬, ০৪:৫৩ পিএম
৬৮০ ইউপি নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন

সোনালীনিউজ ডেস্ক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৬৮০টি নির্বাচনী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার রাতে ৬০৮টি ইউনিয়ন পরিষদে বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকে বাকি ৭২টি এলাকায় বিজিবি দায়িত্ব পালন করছে।

বিজিবির গণসংযোগ কর্মকর্তা মহসীন রেজা জানান, ১ম ধাপে ইউপি নির্বাচনের পরের দিন বুধবার সকাল পর্যন্ত বিজিবি মাঠে থাকবে। নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, উপকূলীয় এলাকাগুলোতে বিজিবি মোতায়েনের কথা ছিল না। তাই প্রথমে ৬০৮টি ইউপি নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। পরে ভোলা, বরগুনাসহ বেশ কিছু উপকূলীয় এলাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!