• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাবি অধিভুক্ত

৭ কলেজ বাতিলের দাবিতে বিক্ষোভ, উপাচার্য অবরুদ্ধ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০১৮, ১২:৩২ পিএম
৭ কলেজ বাতিলের দাবিতে বিক্ষোভ, উপাচার্য অবরুদ্ধ

ঢাবি: ঢাকা তিন দফা দাবি পূরণ না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ জানুয়অরি) দুপুর সোয়া ১২টার দিকে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এসময় উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন তারা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- অধিভুক্ত সাত কলেজ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের উপর হামলা ও যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার, প্রশাসনের করা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার, দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ।

এর আগে গত রোববার (২১ জানুয়ারি) তিন দফা দাবি আদায়ে আজ (মঙ্গলবার) পর্যন্ত সময় বেধে দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় আজ আবারও আন্দোলনে নেমেছেন তারা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!