• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৭ দফা দাবিতে উত্তাল রাবি ক্যাম্পাস


রাবি প্রতিনিধি নভেম্বর ১৮, ২০১৭, ০৫:৪৬ পিএম
৭ দফা দাবিতে উত্তাল রাবি ক্যাম্পাস

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী উম্মে শাহি আম্মানা শোভা সাবেক স্বামী কর্তৃক অপহৃত শিক্ষার্থীকে ফেরতের দাবিতে গতকালের ন্যায় আজও উত্তাল ক্যাম্পাস। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনে শোভাকে দ্রুত ফেরতসহ সাত দফা দাবির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

৭ দফা দাবি তুলে মানববন্ধনে বক্তারা বলেন, শোভাকে অক্ষত ফেরত চাই, সকলের নিরাপত্তা জোরদার, মেয়ে হলের সামনে পুলিশ চেক পোষ্ট স্থাপন, ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, সান্ধ্য আইন বাতিল করতে হবে, মেয়েদের হলে অভিভাবক প্রবেশের অনুমতি, প্রত্যেক বিভাগকে তাদের শিক্ষার্থীদের সুবিধা অসুবিধাগুলো বিবেচনা করতে হবে। তারা আরো বলেন, আমাদের সহপাঠীকে আজ ফিরিয়ে আনা না হলে অন্যথায় আমরা আরো তীব্র আন্দোলনে মাঠে নামব।

এর আগে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সকাল ১০টার দিকে তাপসী রাবেয়া হল থেকে ছাত্রীরা বের হতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাধার মুখে পড়ে। এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান তাপসী রাবেয়া হলে প্রবেশ করেন। অপহৃত ওই ছাত্রীকে দ্রুত ফেরত আনার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে বিরত থাকতে পরামর্শ দেন। এক পর্যায়ে বেলা পৌনে ১১টার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে ৫০-৬০ জন নেতাকর্মী ওই হলের সামনে আসেন। পরে ওই হলের গেটে ধাক্কাধাক্কি ও স্লোগান দিতে থাকলে ছাত্রীদের বের হতে দেন প্রক্টর। সেখান থেকে ছাত্রীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এসে এক মানববন্ধনে মিলিত হয়।

সহপাঠী নিখোঁজ হবার ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য আইন নামে একটি আইন জারি আছে কিন্তু নিরাপত্তার জন্য এ সান্ধ্য আইন থাকার পরও কিভাবে দিনে দুপুরে একজন শিক্ষার্থী অপহরণ হয় যেখনে দিনেই একজনকে নিরাপত্তা দিতে পারেনা সেখানে অন্য সময় কিভাবে নিরাপত্তা দিবে প্রশাসন।

এদিকে অপহরণকারী ও শোভাকে খুঁজে পাওয়া গেছে দাবি করে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, তাদের খোঁজ পাওয়া গেছে আমরা তাদের পুলিশের সহায়তায় অতি দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে নিখোঁজ শিক্ষার্থীর পরিবার এ বিষয়ে তাদের কিছু জানা নেয় বলে দাবি করছে।

জানতে চাইলে মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, ওই ছাত্রীর সন্ধানে একটি টিম কাজ করছে। ওই টিম এখনো ফিরে আসেনি। উদ্ধারের চেষ্টা চলছে।

থানায় মামলা দায়ের আটক ১
আবাসিক হলের সামনে থেকে ছাত্রীকে অপহরণের ঘটনায় অপহরণকারী ছেলের (স্বামী) বাবাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে অপহরণকারীর বাবাকে আটক ও অপহরণকারীর অবস্থান পুলিশ জানতে পেরেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর লুৎফর রহমান। এদিকে সন্ধ্যায় মেয়ের বাবা মতিহার থানায় একটি মামলা করেছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর বলেন, ‘অপহরণকারীর বাবা আইনজীবী নজরুল ইসলামকে নাঁওগার নজীপুর এলাকার স্থানীয় পুলিশ আটক করেছে। এ ছাড়া অপহরণকারী সোহেল রানার বর্তমান অবস্থান আমরা পুলিশের মাধ্যমে জানতে পেরেছি, সে ঢাকাতে অবস্থান করছে।

জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল থেকে পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্য বের হন শোভা। হলের ফটকে আসতেই দেখা মিলে সাবেক স্বামী সোহেলের সঙ্গে। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেলসহ ৭-৮ জন লোক পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে শোভাকে তুলে নেয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!