• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭ বছর পর স্কুল পাঠ্যক্রমে পরিবর্তন আসছে


বিশেষ প্রতিনিধি এপ্রিল ২৬, ২০১৮, ০৩:০৯ পিএম
৭ বছর পর স্কুল পাঠ্যক্রমে পরিবর্তন আসছে

ঢাকা : ২০১৯ সালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম পরিবর্তন হবে। নতুন পাঠ্যক্রমের বই ২০২০ সালে পাবে শিক্ষার্থীরা। এ জন্য কাজ শুরু করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এদিকে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান কারিকুলাম বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানই মানে না। তাই শুধু পরিবর্তন নয় কঠোর নজরদারিও করতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে।

সবশেষ ২০১২ সালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কারিকুলামে পরিবর্তন আনে সরকার। এরপর গত কয়েক বছর থেকেই বিভিন্ন মহল থেকে পাঠ্যক্রমে আবারও পরিবর্তন আনার দাবি উঠে। পাঠ্যসূচি নিয়েও রয়েছে নানা সমালোচনা।

এনসিটিবি বলছে, আগামী ২০১৯ সালে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হবে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যসূচিও পরিবর্তন করা হবে। এ ছাড়া পরীক্ষা পদ্ধতি, প্রশ্নপত্রসহ নানা বিষয়ে আসবে পরিবর্তন।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, কারিকুলামে পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষকদেরও প্রশিক্ষণ দিতে হবে। নইলে গাইড এবং নোট বইয়ের প্রতি নির্ভরশীলতা বাড়বে।

এদিকে অভিভাবকরা বলছেন, বেশিরভাগ প্রতিষ্ঠানই এখনও আগের পাঠ্যক্রম মানছে না। সৃজনশীল পদ্ধতি আরো পরিমার্জনেরও দাবি অভিভাবকদের।

সোনালীনিউজ/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!