• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘৭২-এর সংবিধানই সব সমস্যার সমাধান’


জয়পুরহাট প্রতিনিধি মার্চ ৩০, ২০১৮, ০৩:৩১ পিএম
‘৭২-এর সংবিধানই সব সমস্যার সমাধান’

জয়পুরহাট : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৭২-এর সংবিধান সব সমস্যার সমাধান’ অবরুদ্ধ গণতন্ত্র উদ্ধার, দুর্নীতিমুক্ত দেশ, আইনের শাসন, ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সব সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকাল ৪টায় জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণফোরাম জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, একশ্রেণির ধর্ম ব্যবসায়ীরা ধর্মের দোহায় দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করছেন। ধর্মের দোহায় দিয়ে তারা অতীতেও দেশে নৈরাজ্য, অরাজকতা, লুটপাট চালিয়েছেন। এসব ধর্ম ব্যবসায়ীকে প্রতিহত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জয়পুরহাট জেলা গণফোরামের সভাপতি শ্যামল সাহার সভাপতিত্বে গণসমাবেশে কৃষক শ্রমিক জনতা-লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেন, জীবনকে বাজি রেখে দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ করেছি। বঙ্গবন্ধুর আদর্শ ছিল- সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। অন্যায়-জুলুম, নির্যাতন-নিপীড়নের হাত থেকে মানুষকে রক্ষা করা।

কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর কখনো ক্ষমতার লোভ-লালসা ছিল না। কিন্তু আজকের আওয়ামী লীগ ক্ষমতার লোভী হয়ে গেছে। তিনি বলেন, আওয়ামী লীগ-বিএনপি শুধু ক্ষমতা দখলের রাজনীতি করে। তারা মারামারি করে, একে অপরকে মারে। তারা দেশকে, দেশের মানুষকে ভালোবাসেন না। তারা দুদলই রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে। আগামী নির্বাচনে ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে তিনি জাতীয় সরকার গঠন করবেন বলেও জানান।

গণসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বের হোসেন খান, সভাপতি জগলুল হাইদার আবির, গণফোরাম জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সমাবেশের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন ফজলার রহমান সিপিবি সভাপতি, আদিবাসী নেতা বাবুল রবি দাস প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!