• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭৭ মিনিট এগিয়ে থেকেও হারল বাংলাদেশের মেয়েরা


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০১৭, ০৯:৩৫ পিএম
৭৭ মিনিট এগিয়ে থেকেও হারল বাংলাদেশের মেয়েরা

ঢাকা: শামসুন্নাহার ও মণিকার গোলে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে ৭৭ মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু দু’টি কর্না কাজে লাগিয়ে বাংলাদেশের স্বপ্ন ভেঙে দেয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় বিশ্ব র‍্যাংকিংয়ে ৬ নম্বরে থাকা সকারুরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) থাইল্যান্ডের চুনবুরিতে অনুষ্ঠিত ম্যাচে নবম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। এসময় দুই ডিফেন্ডারকে কাটিয়ে লরা এমিলি হিউজেসের গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া (১-০)। এরপর অধিনায়ক কৃষ্ণা রাণীর লাল কার্ড শঙ্কায় ফেলে দিয়েছিল লাল সবুজের দলকে। কিন্তু দশ জনের বাংলাদেশ পাল্টা প্রতিরোধ গড়ে তোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

৪৫ মিনিটে পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। সেটি কাজে লাগিয়ে লাল সবুজের দলকে সমতায় ফেরান শামসুন্নাহার (১-১)। ৫২ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় অস্ট্রেলিয়ার গোলকিপার গ্রোভের পায়ে লেগে ফিরে আসা বলটি দুর্দান্ত গতিতে অস্ট্রেলিয়ার জালে পাঠান মণিকা (২-১)। স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশের সমর্থকরা। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নের বেলুন চুপসে যায়।

৭৮ ও ৮২ মিনিটে পাওয়া দুইটি কর্নার কাজে লাগিয়ে বাংলাদেশের স্বপ্ন ভেঙে দেয় অস্ট্রেলিয়া। তাই শেষ অবধি ৩-২ গোলে হারে বিদায় নিতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলকে।

নিজেদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ৯-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে আরেক শক্তিধর জাপানের সঙ্গে তুলনামুলক ভাল কেলে সানজিদা, কৃঞ্চারা। যদিও ৩-০ গোলে হারে বাংলাদেশের মেয়েরা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!