• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭৭৭৮৮৮৯৯৯ নম্বরের কল ধরলেই ফোনে বিস্ফোরণ!


প্রযুক্তি ডেস্ক মে ১৯, ২০১৭, ১২:৪৭ পিএম
৭৭৭৮৮৮৯৯৯ নম্বরের কল ধরলেই ফোনে বিস্ফোরণ!

ঢাকা : সাবধান! ৭৭৭৮৮৮৯৯৯ নম্বর থেকে ফোন এলে একদম ধরবেন না। কারণ ওই নম্বরের কল রিসিভ করলেই বিস্ফোরণে ফেটে যাবে আপনার ফোন। 

হোয়াটসঅ্যাপে এ সতর্কবার্তা নিশ্চয়ই পেয়েছেন? অনেকে তো আবার এটা বিশ্বাস করেও বসে আছেন। তাই ফোন কল এলে নম্বর না দেখে তা রিসিভও করছেন না। এই নিয়মটা অবশ্য ভালো, কিন্তু বার্তাটা যে কত বড় ভুয়া তা এই কয়েকটা যুক্তিতেই বুঝে যাবেন- 

আপনাকে যে বার্তা দেয়া হয়েছে, তাতে কোনো ব্যাখ্যা নেই কী করে এ নম্বর থেকে কল রিসিভ করলে আপনার ফোনে বিস্ফোরণ হবে। 

লক্ষ্য করে দেখুন, নম্বরটি ৯ সংখ্যার, অথচ বাংলাদেশে নয় সংখ্যার কোনো নম্বর নেই। আবার ধরে নেয়া যাক‚ এটা আন্তর্জাতিক বা অন্য দেশের নম্বর‚ তবে তো সেই দেশের কোড সামনে থাকবে।

তাছাড়া এখনও পর্যন্ত এ নম্বর থেকে কোনো ফোন বিস্ফোরণের খবর শোনা যায়নি। তাই ভাইরাল হলেই যে ওই পোস্ট সত্য‚ এমন ভাবার কোনও কারণ নেই। 

সোনালীনিউজ/ এসও

Wordbridge School
Link copied!