• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৮ কোটি বছর আগের মাংসাশী ডাইনোসর


ফিচার ডেস্ক জুলাই ২১, ২০১৬, ১২:৩৬ পিএম
৮ কোটি বছর আগের মাংসাশী ডাইনোসর

আট কোটি বছর আগের এক মাংসাশী ডাইনোসরের পরিচয় পাওয়া গেছে। আর্জেন্টিনার গবেষকেরা জানিয়েছেন, দেশটির পাতাগোনিয়ায় মাংসাশী ডাইনোসর পাওয়া গেছে।

ফসিলটি এক দশক আগে পাওয়া গেলেও, তখন এর ধরণ চিহ্নিত করা যায়নি।

গবেষকেরা জানিয়েছেন, মুরুসর‍্যাপটর ব্যারোসেনিস নামে প্রাণীটি আড়াই মিটার লম্বা, দুপেয়ে এবং পায়ের থাবা কাস্তে-আকৃতির।

ফসিলটির ধরণ দেখে মনে হয় এটি খুবই অল্পবয়সী কোন ডাইনোসরের কঙ্কাল।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!