• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯ জানুয়ারি আদালতে যেতে হবে খালেদাকে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০১৬, ১২:৫৬ পিএম
৯ জানুয়ারি আদালতে যেতে হবে খালেদাকে

১০ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৯ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা ওইদিন হাজির না থাকলে তার জামিন বাতিল করা হবে বলে আদালত আদেশে জানিয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে এই ১০ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

খালেদার অনুপস্থিতিতে তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে শুনানির জন‌্য ৯ জানুয়ারি দিন ঠিক করে দেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল জানান।

তিনি বলেন, ওইদিন খালেদা জিয়া আদালতে না গেলে জামিন বাতিল করা হবে বলে বিচারক হুঁশিয়ার করে দিয়েছেন।

মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার ১টি ও সিএমএম আদালতে রাষ্ট্রদ্রোহের ১টি মামলা।

খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ৯ মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলায় আজ অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আজ অন্য একটি আদালতে খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য রয়েছে। এ কারণে আজ এই ১০টি মামলায় হাজির হতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে সময়ের অাবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৯ জানুয়ারি হাজির হতে নির্দেশ দেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!