• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৯২ সালের চুক্তিতে ফেরানো হবে রোহিঙ্গাদের


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৩, ২০১৭, ০৭:৩৯ পিএম
৯২ সালের চুক্তিতে ফেরানো হবে রোহিঙ্গাদের

ঢাকা: বাংলাদেশের চাপের মুখে অবশেষে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার(২৩ নভেম্বর) মিয়ানমারের নেপিদোতে এ বিষয়ে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষরের পরে মিয়ানমার সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। সেই বিবৃতিতে বলা হয়, ১৯৯২ সালে সম্পাদিত চুক্তি অনুযায়ী মিয়ানমার তার নাগরিকদের ফিরিয়ে নিবে।

অবশ্য বাংলাদেশ সরকার একটি বিষয়ে আপত্তি জানিয়েছে। তা হল, চুক্তিতে বলা আছে, রোহিঙ্গাদের প্রমাণ করতে হবে, তারা মিয়ানমারের বাসিন্দা। কিন্তু বাংলাদেশ স্পষ্ট করেই বলেছে, রোহিঙ্গাদের একটি তালিকা বাংলাদেশ করেছে ডিজিটাল পদ্ধতিতে। আর মিয়ানমারের কোনো কাগজ-পত্র নেই অনেকেরই।

কারণ রোহিঙ্গাদের ঘর-বাড়ি সব পুড়িয়ে ফেলা হয়েছে। সব প্রমাণ তো শেষ হয়ে গিয়েছে। ভিন্নভাবে তাদের যাচাই করতে হবে।

অবশ্য বাংলাদেশ আশা করছে যৌথ ওয়ার্কিংগ্রুপের মাধ্যমে বিষয়টি সুরাহা হতে পারে। বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!