• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‌‘বাংলাদেশ-ভারত হুইলচেয়ার ক্রিকেট সিরিজ’


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ২৩, ২০১৭, ০৬:০৮ পিএম
‌‘বাংলাদেশ-ভারত হুইলচেয়ার ক্রিকেট সিরিজ’

ঢাকা: হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের আয়োজনে ২৫ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন বাংলাদেশ বনাম ভারত হুইলচেয়ার ক্রিকেট সিরিজ’। প্রথমবারের মতো এই সিরিজে অংশ নিতে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঢাকা পৌঁছেছে ভারত হুইলচেয়ার ক্রিকেট দল।

ভারতীয় হুইলচেয়ার ক্রিকেট দলকে বরণ করে নেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মো. মহসিন। হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সম্পাদক মো. মাহবুবুর রহমান চৌধুরী পলাশ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো হুইলচেয়ার ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই্ টি-টোয়েন্টি সিরিজে মোট তিনটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। আগামী ২৫, ২৬ ও ২৬ আগস্ট,  ম্যাচগুলো হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে। সিরিজের সার্বিক সহযোগিতায় আছে ‘ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড’। সহ-পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত আছে অমিত্রাক্ষর (ছোট কাগজ)।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!